২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পঞ্চম শ্রেণীর প্রস্তুতি : বিজ্ঞান -পর্বসংখ্যা-১০৩

দশম অধ্যায় : আমাদের জীবনে তথ্য
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘দশম অধ্যায় : আমাদের জীবনের তথ্য’ থেকে ১৫টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।

শূন্যস্থান পূরণ করো
১. আমরা তথ্য সংরক্ষণের জন্য বিভিন্ন প্রযুক্তি যেমন----,---,---,--- ব্যবহার করি।
উত্তর : আমরা তথ্য সংরক্ষণের জন্য বিভিন্ন প্রযুক্তি যেমন- পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড ব্যবহার করি।
২. বিংশ শতাব্দীর মাঝামাঝি আমরা পেয়েছি---।
উত্তর : বিংশ শতাব্দীর মাঝামাঝি আমরা পেয়েছি তথ্যপ্রযুক্তি।
৩. তথ্যপ্রযুক্তিতে তথ্য হলো---।
উত্তর : তথ্যপ্রযুক্তিতে তথ্য হলো কাঁচামাল।
৪. তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব এনেছে---।
উত্তর : তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব এনেছে ইলেকট্রনিক কম্পিউটার।
৫. মানুষের কায়িক শ্রম লাঘব করেছে---।
উত্তর : মানুষের কায়িক শ্রম লাঘব করেছে প্রযুক্তি।
৬. তথ্যকে প্রক্রিয়াকরণ করে উন্নততর তথ্যপ্রাপ্তি হলো---।
উত্তর : তথ্যকে প্রক্রিয়াকরণ করে উন্নততর তথ্যপ্রাপ্তি হলো উৎপাদন।
৭. উপাত্ত হলো---মতো।
উত্তর : উপাত্ত হলো কাঁচামালের মতো।
৮. প্রতি দশ বছরে বিশ্বের জ্ঞান--- হচ্ছে।
উত্তর : প্রতি দশ বছরে বিশ্বের জ্ঞান দ্বিগুণ হচ্ছে।
৯. তথ্য--- সম্পদের মতোই মূল্যবান।
উত্তর : তথ্য প্রাকৃতিক সম্পদের মতোই মূল্যবান।
১০. কি বোর্ড ও --- ব্যবহার করে আমরা কম্পিউটারে তথ্য পাঠাই।
উত্তর : কি বোর্ড ও মাউস ব্যবহার করে আমরা কম্পিউটারে তথ্য পাঠাই।
১১. প্রথম কম্পিউটার--- জন্য তৈরি হয়েছিল।
উত্তর : প্রথম কম্পিউটার হিসাব করার জন্য তৈরি হয়েছিল।
১২. কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো---। উত্তর : কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সিপিইউ।
১৩. বর্তমান যুগ বিজ্ঞান ও--- যুগ।
উত্তর : বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ।
১৪. ইন্টারনেটে তথ্য খোঁজার সার্চ ইঞ্জিন হলো---।
উত্তর : ইন্টারনেটে তথ্য খোঁজার সার্চ ইঞ্জিন হলো গুগল।
১৫. তেল, কয়লা বা খনিজসম্পদের উপস্থিতি জানা যায়--- ব্যবহার করে।
উত্তর : তেল, কয়লা বা খনিজসম্পদের উপস্থিতি জানা যায় শব্দতরঙ্গ ব্যবহার করে।


আরো সংবাদ



premium cement